• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রয়্যাল চ্যালেঞ্জার্সের কবির আলী চট্টগ্রামের কোচ হলেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন ইংলিশ সাবেক পেস বোলার কবির আলী। তিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সহকারী কোচের দায়িত্বে আছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসরের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির আলাদা আলাদা স্পন্সর থাকলেও মালিক থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামের দলটির স্পন্সর হয়েছে আকতার গ্রুপ। চিটাগং ভাইকিংসের পরিবর্তে দলটির নাম রাখা হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এরইমধ্যে নিজেদের কোচিং স্টাফ সাজানোর কাজ শুরু করে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারই ধারাবাহিকতায় দলের বোলিং কোচ হিসেবে সাবেক ইংলিশ পেসার কবির আলীকে নিয়োগ দিলো দলটি।

পাকিস্তানি বংশোদ্ভূত কবির আলী ইংল্যান্ডের জার্সি গায়ে ১টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন। অভিষেক টেস্টে ৫ উইকেট ও ওয়ানডে ক্যারিয়ারে ২০ উইকেট নেন তিনি।