• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে অসংখ্য ফেসবুক আইডি, ২টি মোবাইল ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। বুধবার র‍্যাব-৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. রাশেদুল হাসান রাব্বি নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

রাব্বিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে ২০১৮ সাল থেকে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে বিকাশের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করে আসছে। তার বিরুদ্ধে একই অভিযোগে সবুজবাগ ও তেজগাঁও থানার ২টি মামলা বিচারাধীন।

তার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করেছে র‍্যাব।