• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশু নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

রাজধানীর মিরপুরে মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছয় শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন।

বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে রূপনগরের ১১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, মনিপুর স্কুল এলাকায় একজন বিক্রেতা সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন। বেলুন ফুলানোর সময় এটির বিস্ফোরণ ঘটে। এ সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা ৬ শিশু মারা যান।

নিহতরা হচ্ছে- নুপুর, ফারজানা, জান্নাত, রমজান ও রিয়া। এক শিশুর পরিচয় জানা যায়নি। শিশুদের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে।

বিস্ফোরণে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।