• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

রাবি`র ইসলামিক স্টাডিজের রজত জয়ন্তী ১২ মার্চ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ‌‌`রজত জয়ন্তী ও অ্যালামনাই` সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২মার্চ। বিভাগের অধ্যাপক ড. এ কে এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রজত জয়ন্তী ও অ্যালামনাই প্রচার কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ কে এম আব্দুল লতিফ বলেন, রজত জয়ন্তী ও অ্যালামনাই সম্মেলন ২০২০ আগামী ১২ই মার্চ অনুষ্ঠিত হবে । রেজিষ্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ উপলক্ষে উক্ত বিভাগ রেজিস্ট্রেশন ফি ধার্য করেছেন। জনপ্রতি সাধারণ সদস্য এবং আজীবন সদস্য (পুরাতন) দুই হাজার, আজীবন সদস্য (নতুন) এককালীন চাঁদাসহ সাত হাজার, সহযোগী সদস্য এবং স্পাউজ ও সন্তান এক হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে।

বিভাগের বর্তমান অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রী সহযোগী সদস্য হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ।