• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের হাতে তুলে দিলেন দুই এসপি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

কুড়িগ্রাম ও লালমনিরহাটের এসপির উদ্যোগে রাজারহাটের এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্যের ভিত্তিতে ওই বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ । 

পুলিশ সূত্র জানায়, ওই বৃদ্ধার নাম জহুরুন বেওয়া। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউপির সহিদর মাজারপাড়া গ্রামের আবদুল জব্বারের স্ত্রী। তার ছেলে ও ছেলের স্ত্রী তাকে ভরণ-পোষণ দেয় না। এমনকি ১০/১২ দিন আগে বাড়ি থেকে বের করে দেয়। এরপর বড়বাড়ি এলাকার কাঁচাবাজারের পাশে এসে অবস্থান নেন তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে বিষয়টি লালমনিরহাটের এসপি আবিদা সুলতানার নজরে আসলে ওই বৃদ্ধাকে উদ্ধার করে সেখানকার সদর থানা পুলিশ। এরপর কুড়িগ্রামের এসপি মহিবুল ইসলাম খানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে তাকে লালমনিরহাট থানা পুলিশের মাধ্যমে উদ্ধার করে তার নিজ বাড়ি রাজারহাটের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশের সঙ্গে ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বুলু উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে এসপি মহিবুল ইসলাম খান জানান, ওই বৃদ্ধার প্রতি অবিচার করা হয়েছে। তাকে উদ্ধার করে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে এবং চিকিৎসার জন্য লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। আমাদের কুড়িগ্রাম জেলা পুলিশও যথারীতি তার খোঁজ-খবর রাখছে।