• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপণী সৈয়দপুর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের ২০১৮-২ ব্যাচের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ ও শপথগ্রহণ হয়েছে। সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন করা হয়। নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করান মেজর মো. আমিনুল ইসলাম। এ প্রশিক্ষণে রিক্রুট মেকানিক (এয়ারক্রাফ্ট) বুলবুল আহম্মেদ সর্ববিষয়ে শ্রেষ্ঠ এবং রিক্রুট (জিডি) মিসকাত আকতার সর্ববিষয়ে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন- ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহায়েল হোসেন খান, সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, সকলস্তরের সামরিক ব্যক্তিবর্গ, নবীন সৈনিকদের অভিভাবক এবং বেসামরিক গণ্যমান্য ব্যক্তিরা।