• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ নেতার কক্ষ ভাঙচুর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারি অধ্যাপক মশিউর রহমানের কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এঘটনা ঘটে।

হামলার ব্যাপারে মশিউর রহমান জনান, ‘সকাল ৯ টায় একটি ব্যাচের ক্লাস ছিল। আমি ক্লাস নিতে এসে, কেঁচি গেটের তালা খুলে নিজের কক্ষে যাই। গিয়ে দেখি দরজার তালা ভাঙা ভিতরে জিনিসপত্র ভাঙচুর করা এবং কাগজপত্র রুমের যেখানে সেখানে ছরিয়ে ছিটিয়ে রয়েছে।

তিনি আরো বলেন, ‘আমি আমার কোর্সে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ এর উপরে এ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। এ নিয়ে বিভিন্ন সময় লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী শক্তি আমার ব্যাপারে সমালোচনা করেছে।

তিনি বলেন, ‘বঙ্গন্ধুর আদর্শ ধারন করি বলেই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আমার রুমে হামলা চালিয়েছে।‘ তাঁর উপরওে যেকোন সময় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান বলেন, ‘আমরা বিষয়টি অবগত হওয়ার সাথেই প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে যাই। সিসি টিভির ফুটেজ ও তদন্তের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহন করব।‘