• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রোমার কাছে হেরেও ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মে ২০২১  

ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিক রোমার কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে রেড ডেভিলসদের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নেয় ইতালিয়ান ক্লাব রোমা। সেমিফাইনালের প্রথম পর্বে ৬-২ গোলের বড় জয় থাকায় দ্বিতীয় লেগে হেরেও ফাইনালে উঠে গেছে ম্যানইউ।

ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ম্যানচেস্টারই। ৩৯তম মিনিটে গোল করেছিলেন এডিনসন কাভানি। তবে ম্যাচের ৫৭ ও ৬০ তম মিনিটে দুই গোল করে এগিয়ে যায় রোমা। গোল দুটি করেন এডিন জেকো ও ব্রায়ান ক্রিস্তান্তে। তবে ৬৮ মিনিটে ফের গোল করে ম্যানচেস্টারকে সমতায় ফেরান কাভানি।

ম্যাচের ৮৩তম মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। নিকোলা জালেভস্কির নিচু শট অ্যালেক্স টেলাসের পায়ে লেগে দিক পাল্টে নিজেদের জালে জড়িয়ে যায়। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি ম্যানইউ। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। শেষ পর্যন্ত হারলেও দুই লেগ মিলিয়ে ৮-৫ ব্যবধানে এগিয়ে ফাইনালে নাম লেখায় ওলে গানার সোলশায়ারের দল।