• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

র‌্যাবের অভিযানে নীলফামারীতে ৬৩ বোতল ফেন্সিডিল সহ ২ জন আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) ১৩ এর নীলফামারী সিপিসি-২ এর মাদক বিরোধী অভিযানে, ৬৩ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল রবিবার দুপুরে, নীলফামারী জেলা শহরের সবুজপাড়া মহল্লার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। আটক মাদক ব্যবসায়ীরা হল, সবুজপাড়া মহল্লার মৃত সামছুল হক প্রধানের ছেলে সাজ্জাদ হক প্রধান (৩৫) ও শহরের শান্তিনগর মহল্লার নুর ইসলামের ছেলে নুরন্নবী হোসেন মানিক (৩৩)।

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্প সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, এএসপি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে, সাজ্জাদ প্রধানের বাড়িতে দুপুর ১টা হতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় সাজ্জাদ প্রধানের সঙ্গে মাদক কেনা বেচার দরদাম করছিল, নুরন্নবী হোসেন মানিক।

তাদের আটকের পর, সাজ্জাদের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির একটি কক্ষ হতে ৬৩ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ২২ হাজার ৬৯৫ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের তিনটি মোবাইল সেট জব্দ করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে নীলফামারী থানায় মামলা দায়েরের করা হয়েছে।