• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

লক্ষীপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প বিষয়ক কর্মশালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

লক্ষ্মীপুরে জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ভূমিকা শীর্ষক জেলা কর্মশালা হয়েছে। ‘শিক্ষা-ধর্ম-সম্প্রীতি, মশিগশি প্রকল্পের মূলনীতি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

লক্ষ্মীপুরের ডিসি অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক) রঞ্জিত কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন সদরের ইউএনও শফিকুর রিদোয়ান আরমান শাকিল, এএসপি স্পিনা রাণী প্রামাণিক, সহকারী প্রকল্প পরিচালক এস এম জাকির উল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, বিদ্যুৎ চন্দ্র দাস। 

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ জানান, লক্ষ্মীপুরে ৩৮টি মন্দিরে শিশু ও গণ শিক্ষা কার্যক্রম চালু আছে। পাঠ্য বইয়ের পাশাপাশি সেখানে শিশুদেরকে ধর্মীয় শিক্ষা দেয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রতিটি শিশুকে ধর্মীয় ও নীতি-নৈতিকতামূলক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। জ্ঞান অর্জনের চেয়ে মূল্যবান বিষয় পৃথিবীতে আর কিছু নেই।