• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লাল শাড়িতে চীনে ঐশী!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় লাল শাড়িতে ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী। এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ তিনি। তবে মিস ওয়ার্ল্ড এর চূড়ান্ত আসরে যোগ দিতে গত ১০ নভেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং সেখানে গিয়ে পৌঁছান।

এদিকে, ‘মিস ওয়ার্ল্ড’ এর অফিসিয়াল পেজে এখন ঘুরপাক খাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগিদের ছবি। আর সেখান থেকে বাদ পড়েন নি বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ঐশীরও ছবি। আর সেই ছবিতে একদম বাঙালীয়ানা পোশাকেই ধরা দিয়েছেন তিনি।

লাল পাড়ের শাদা রঙের শাড়ি পরে বাংলাদেশকে তুলে ধরেছেন তিনি।

আর আয়োজনটি যে এমনি ছিলো। কেননা এই আয়োজনে বলা হয়েছে প্রত্যেকটা দেশ থেকে আগত প্রতিযোগীরা তাদের নিজ নিজ দেশের জাতীয় পোশাক পরে উপস্থিত হন। চীনের সানাইয়া শহরের ম্যান গ্রোভি ট্রি রিসোর্টে এই দেশের জাতীয় পোশাক প্রদর্শনী করা হয়।

৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮ তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। এর আগে যদি থাকবে বিভিন্ন সেগমেন্ট। সবকিছুতে টিকলে মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে ঐশীকে। এরপর তিনি দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।