• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর মারা গেছেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

পেশাগত দায়িত্ব পালন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমান (৫০)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি  রাজিউন)। বুধবার সকাল ১১টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

জেলার মাসুদুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ২০১৬ সালের জুন মাস থেকে লালমনিরহাট কারাগারে জেলার পদে কর্মরত ছিলেন। 

লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন জেলার মাসুদুর রহমান। চিকিৎসকের পরামর্শে কিছুটা সুস্থতা নিয়ে দায়িত্ব পালন করছিলেন। বুধবার সকাল ১১টার দিকে কারাগারে নিজস্ব অফিস কক্ষে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত মাসুদুর রহমানের মরদেহ লালমনিরহাট  কারাগারে নেওয়া হয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রামের বাড়ি ময়মনসিংহে পাঠানো হবে বলেও জানান জেল সুপার কিশোর কুমার নাগ।