• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটে ছিনতাইকালে মাদক বিক্রেতাকে গুলি করে ধরল পুলিশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিতে হামলা চালালে পুলিশ গুলি চালায়। সেই গুলিতে আহালু নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এ ঘটনা ঘটে। পরে আহালু মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ।

শুক্রবার বিকেলে আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে ভোরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের বিড়ানী রেলগেট এলাকায়

বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গুলিবিদ্ধ আহালু মিয়া উপজেলার দুর্গাপুর ইউপির উত্তর গোবদা গ্রামের আবুল হোসেনের ছেলে।

আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, একটি মাদক পাচারকারী চক্র ভারতীয় সীমান্ত থেকে মাদক নিয়ে মোটরসাইকেলে ফিরছে এমন একটি গোপন খবরে ভেলাবাড়ি ইউপির কালিরহাট ব্রিজ এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় মোটরসাইকেলসহ আহালুকে আটক করে তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে শুক্রবার ভোর রাতে তাকে নিয়ে পুনরায় অভিযান চালালে সাপ্টিবাড়ি বিরানী রেলগেট এলাকায় আহালুর সহযোগিরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

এ সময় পুলিশ চার রাউন্ড রাবার বুলেট ছুড়লে আহালুর দুই পায়ে লেগে আহত হন। পরে পুলিশ তাকে আটক করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে আটক আহালুর আরো ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মিজানুর রহমান মিজান, কনস্টেবল নাজিরুল ইসলাম ও আব্দুল আলিম আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

আহালুর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেঠে পুলিশ।