• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে দেখা মিললো পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হার্মিং বার্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০  

লালমনিরহাটের আদিতমারী থানার মূল ফটকে বসে চায়ের আড্ডার সময় পুলিশ কর্মকর্তার চোখে ধরা পড়লো এক জোড়া পৃথিবীর ক্ষুদ্রতম ও বিরল পাখি হার্মিং বার্ড।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আদিতমারী থানার মূল ফটকের বাগানের হাসনাহেনা গাছে পৃথিবীর ক্ষুদ্রতম ও বিরল পাখি হার্মিং বার্ড দেখা মিলেছে। সেখানে আদিতমারী থানার ওসি দাবি করেছেন এটি পৃথিবীর ক্ষুদ্রতম ও বিরল পাখি হার্মিং বার্ড।

জানা যায়, আদিতমারী থানার মূল ফটকে বসে চা খাচ্ছিল কয়েকজন পুলিশ সদস্য। কিছুক্ষণ পরেই আসেন থানার ওসি । এসেই বসে পুলিশ সদস্যের সাথে কথা বলার সময় চোখে পড়ে এক জোড়া মৌমাছির মতো। কাছে গিয়ে দেখতে পান সেটি মৌমাছি নয়, পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম পাখি, নাম হার্মিং বার্ড। পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম পাখির নাম হার্মিং বার্ডের কথা জানতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ দেন একজন পুলিশ সদস্য। ভিডিওতে দেখা যায়, এক জোড়া ছোট হার্মিং বার্ডকে হাসনাহেনা ফুলে মধু খাচ্ছে।

আদিতমারী থানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, শেষ বিকেলে কয়েকজনসহ থানার বাগানের সামনে বসেছিলাম। হঠাৎ চোখে পড়ে হাসনাহেনা ফুলে মধু খাচ্ছে এক জোড়া ছোট প্রজাতির হার্মিং বার্ড। যা বাংলাদেশে বিরল। যা প্রথম বারের মতো এ জেলায় চোখে পড়েছে। তবে মাগরিবের আযানের সাথে পাখি দুটো ত্যাগ করেছেন। পাখি গবেষকরা এটি নিয়ে গবেষণা করলে এর অস্তিত্ব মিলবে বলেও দাবি করেন তিনি।