• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে দৈনিক আমার সংবাদ-এর বর্ষপূর্তি উদযাপন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১  

লালমনিরহােট দৈনিক আমার সংবাদ এর ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় এল, জি, ই,ডি হলরুমে ৮ম বর্ষপূতি, ৯বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার সংবাদ এর লালমনিরহাট জেলা প্রতিনিধি এস. আর শরিফুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, কবি, সাহিত্যিক, লেখক ও সমাজ সেবিকা ফেরদৌসী বেগম বিউটি, এল,জি,ই,ডি নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম, ১ম শ্রেণির ঠিকাদার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাপ হোসেন।

এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, গাজী টেলিভিশন প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ,সিনিয়র সাংবাদিক আহম্মেদুর রহমান মুকুল, চ্যানেল 24 এর লালমনিরহাট প্রতিনিধি মিলন পাটয়ারী,বৈশাখী টিভি জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, নিউজ 24 এর রংপুর ব্যুরো রেজাউল করিম মানিক,যমুনা টিভির লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না,সাংবাদিক মেহেদি হাসান জুয়েল,একুশে সংবাদ লালমনিরহাট প্রতিনিধি জামাল বাদশা,দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি সাহিদ বাদশা বাবু,দৈনিক আমার সংবাদ কালীগঞ্জ প্রতিনিধি সাজু মিয়া,স্বাধীন সংবাদ লালমনিরহাট প্রতিনিধি মো. আলম মিয়া, সাংবাদিক সাধন চন্দ্র রায়, সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।