• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আমন ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জাহেদুল ওই গ্রামের মৃত দফর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একজনের আমন ধানক্ষেতে কৃষি শ্রমিক হিসেবে কাজে যান জাহেদুল ইসলাম । ওই আমন ধান ক্ষেতে দীর্ঘ দিন ধরে পড়েছিল স্থানীয় শাহ আলম নামে একজনের সাঁটানো নগ্ন বিদ্যুতিক লাইন। অনেক বার বলার পরেও সেই নগ্ন বিদ্যুতিক লাইন সড়ানো হয়নি। সোমবার ওই আমন ক্ষেতে কাজ করতে গিয়ে ওই বিদ্যুতের নগ্ন তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন কৃষি শ্রমিক জাহেদুল ইসলাম। বুঝতে পেয়ে অপর শ্রমিকরা তাকে উদ্ধার করতে গিয়ে আরো দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাদের আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের তিনজনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই জাহেদুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত অপর দুই শ্রমিককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।