• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটের কালীগঞ্জে গাঁজাসহ ৩ মাদকবিক্রেতা আটক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিন কেজি গাঁজাসহ তিন জন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

উপজেলার কাকিনা-গংগাচওড়া সড়কের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামের ময়নাল হকের ছেলে মনিরুজ্জামান (২৪), একই গ্রামের আশরাফ আলীর ছেলে মোরসালিন মিয়া (২৩) ও আসাদুজ্জামানের ছেলে সজিব মিয়া (১৯)।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বলেন, একটি চক্র অটোরিকশায় করে গাঁজা নিয়ে কাকিনা-গংগাচওড়া সড়ক হয়ে রংপুরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সিরাজুল মার্কেটে থানা পুলিশ অভিযান চালিয়ে যাত্রীবাহী অটোরিকশাটি আটক করে তিন যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক রাখার দায়ে মনিরুজ্জামান, মোরসালিন ও সজিবকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।