• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

লিবিয়া উপকূলে আবারও নৌডুবি, শতাধিক অভিবাসী মৃত্যুর আশঙ্কা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শতাধিক অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে আন্তর্জাতিক দাতব্য চিকিৎসক সংস্থা মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) টুইটারে এক বিবৃতিতে তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, আমরা আশঙ্কা করছি শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু নিশ্চিত ভাবে কেউ কোনও দিন তা জানতে পারবে না।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে লিবিয়ার কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের পাওয়া যায়নি।

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে অভিবাসী ও শরণার্থীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট।

গত মাসেও দেশটির রাজধানী ত্রিপোলির পূর্বে কোমাস উপকূলে প্রায় আড়াইশ’ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যায়।