• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘শতভাগ সাক্ষরতায় বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

দেশের শতভাগ মানুষকে সাক্ষরতার আওতায় আনতে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির কনফারেন্স হলে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯’ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর আয়োজন করে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন দেশে এখন ৭৩ দশমিক ৯ শতাংশ লোকের সাক্ষরতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামাতের আমলে সাক্ষরতার হার ৫০ শতাংশ ছিল। এই সরকারের সময়ে এটি বেড়েছে। শতভাগ মানুষকে সাক্ষরতার আওতায় আনতে বিভিন্ন কর্মসূচি নিয়েছি।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা অর্জনের জন্য নিরক্ষরতা দূরীকরণ জরুরি। দেশে সাক্ষরতার হার বাড়াতে কাজ করা হচ্ছে। এটি সরকারের বড় চ্যালেঞ্জ। তবে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে এখনো অনেক কাজ বাকি। এরই মধ্যে সেগুলো শুরু করা হয়েছে।

জাকির হোসেন বলেন, আগামী এক বছরের মধ্যে আরো ২১ লাখ মানুষকে সাক্ষরতার আওতায় আনা হবে। ধাপে ধাপে দেশের প্রতিটি মানুষ সাক্ষরতার আওতায় আসবে।

মৌলিক সাক্ষরতার প্রকল্পের মাধ্যমে দেশের ৬৪ জেলায় নির্বাচিত ২৫০টি উপজেলার ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান প্রদান করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে এ প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩৪টি উপজেলায় শিখন কেন্দ্রের মাধ্যমে ২৩ লাখ ৫৯ হাজার ৪৪১ জন নিরক্ষরকে সাক্ষরতার আওতায় আনা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং উপ-আনুষ্ঠানিক ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ।