• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

শারমীন হত্যাকারীর গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র হাঁটিরপাড় এলাকায় গৃহবধূ শারমীন আক্তার হত্যা মামলার পলাতক আসামী মাইদুল ইসলাম বাবুকে গ্রেফতার করে ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১৩ অক্টোবর ) দুপুর ১২টায় শহরের ঘোষপাড়ায় মানববন্ধনে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন, সাংবাদিক ছানালাল বকসী, নিহতের বাবা সাহাবুদ্দিন সাবু, মা শাহিনা বেগম, লিলি আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গৃহবধূ শারমীনকে তার স্বামী মাইদুল ইসলাম বাবু হত্যা করে পালিয়ে যায় বলে তার স্বজনরা দাবী করে আসছে। তাদের পরিবারে শিশির নামে ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ঘটনার পর থেকে মাইদুল ইসলাম বাবু পলাতক রয়েছে।