• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার, আটক ২

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ১৫৪ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস প্রভেন্টিভ টিম।

তারা হলেন, ওয়ার্দা ইমতিয়াজ ও মাফরোজা বেগম। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউজের (প্রিভেন্টিভ) এসি মো. সাজ্জাদ হোসেন জানান, দুপুরে বিজি ০৩৬ নম্বর ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় আসেন আটক দু’জন। আগেই গোয়েন্দা তথ্য ছিল এই ফ্লাইটে সোনা পাচার হবে। এ তথ্যে প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আটককৃত যাত্রীরা গ্রীন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। পরে কাস্টমস হলে নিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে এক কেজি ১৫৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালঙ্কারের মূল্য ৬০ লাখ টাকা।

উদ্ধার সোনার আটক রশিদ বানিয়ে (ডিএম) কাস্টমস হাউজে জমা রাখা হয়েছে।

এ ঘটনায় ওই দুই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নয়া হয়েছে।