• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার না করার শপথ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের নবাবগঞ্জে শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রীদেরকে স্কুল জীবনে স্মার্টফোন ব্যবহার না করার শপথ করিয়েছেন ইউএনও মোছা. নাজমুন নাহার। 
বুধবার দুপুরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠানে তিনি এ শপথ করান। 

এছাড়া বাবা-মা ও শিক্ষকদের কথা মেনে চলা, গুরুজনদের সম্মান করা, পড়ার টেবিলকে সবোর্চ্চ গুরুত্ব দেয়ার বিষয়েও ছাত্রছাত্রীদের শপথ করান। 

প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, ওসি অশোক কুমার চৌহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমসহ আরো অনেকে।

প্রধান অতিথি বলেন, স্মার্টফোন মোবাইল স্কুলগামী ছাত্রছাত্রীর নিকট মাদকের চেয়েও ভয়ঙ্কর। তাই বিশ্ববিদ্যালয় না পড়া পর্যন্ত কোনো শিক্ষার্থীর সঙ্গে স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে ।