• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেছেন, পেঁয়াজের চাহিদা পূরণ করতে আরো ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তাই শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।

শুক্রবার দুপুরে ভোলা সদরের ইলিশা ইউপির ঘূর্ণিঝড় ‘বুলবুল’র ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই সময় প্রত্যেক পরিবার ছয় হাজার টাকা, দুই বান করে টিন ও ৩০ কেজি করে চাল পেয়েছে।  

তিনি বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে। এছাড়া পৃথিবীর বহু দেশে পেঁয়াজের উৎপাদন কমে গেছে। বাংলাদেশ আমদানি নির্ভরশীল। তাই পেঁয়াজ আমদানি করতে না পারলে দামের প্রভাব কিছুটা পড়বেই। 

এ সময় উপস্থিত ছিলেন ভোলার ডিসি মাসুদ আলম ছিদ্দিক, এসপি সরকার মো. কায়ছার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অঙ্গ সংগঠনের নেতারা।