• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

শিল্পী সমিতির নির্বাচন ১৮ অক্টোবর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচন আগামী ১৮ অক্টোবর এফডিসিতে অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান চলতি কমিটির সভাপতি মিশা সওদাগর।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ২৪ মে। সমিতির গঠনতন্ত্রের ৮ নম্বর অনুচ্ছেদের (চ) অনুযায়ী, পূর্ববর্তী কার্যকরী পরিষদের মেয়াদান্তে অতিরিক্ত ৯০ দিনের মধ্যে অবশ্যই নির্বাচন হইতে হইবে।

সেই হিসেবে ২৪ আগস্টের মধ্যে ২০১৯-২০-এর নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়নি।

এ ব্যপারে বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, নির্বাচন হচ্ছে একটি উৎসব। আর শোকের মাসে আমরা কোনো উৎসব করতে পারি না। যে কারণে গত মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করিনি। এছাড়া সভাপতি মিশা সওদাগর ১ মাসের বেশি সময় দেশের বাইরে ছিলেন।

জায়েদ খান আরো বলেন, ১৮ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসীল ঘোষণার বিষয়ে সভাপতি (মিশা সওদাগর) জানাবেন।

এ দিকে, আসন্ন নির্বাচনে চিত্রনায়িকা মৌসুমী সভাপতি পদপ্রার্থী হবেন বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন। তবে তার প্যানেলে অন্যান্য পদে কে থাকবেন সেটি এখনো জানা যায়নি।

এর আগের নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৫৭ প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে মিশা-জায়েদ খানের প্যানেল জয়ী হয়। এরপর ২০১৭ সালের ১২ মে শপথ গ্রহণ করে তাদের কমিটি। এরপর ২৫ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা।