• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

শুধু মামলা দিয়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়- রংপুর রেঞ্জের ডিআইজি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়ক মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে রংপুর জেলা ট্রাফিক পুলিশের মটর সাইকেলের চালকদের মাঝে ট্রাফিক সচেতনতা মূলক লিফলেট বিতরণ শুরু করা হয়।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর এ সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমান সরকার বিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ফজলে এলাহী,জেলা ট্রাফিক পুলিশ ইন-চার্জ খান মোঃ মিজানুর ফাহমি।

এর আগে পাগলাপীর মহাসড়কের পাশে জন সাধারণের মাঝে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি বলেন, অসাবধানতার কারণে প্রতিদিন দুর্ঘটনায় মানুষ পঙ্গু হয়ে অসহায়ত্ব বরণ করছে। দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে সর্তক করতে, জেলা ট্রাফিক পুলিশ এই লিফট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। শুধু মামলা দিয়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। এর জন্য জন সাধারণকে সচেতন হতে হবে। তাই আজ থেকে জনসচেতনতা মূলক লিফলেট বিতরনের মাধ্যমে দুর্ঘটনা কমাতে রংপুর জেলা ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছে।

এ সময় বিশেষ অতিথি পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, আইনের ভয় নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালবেসে হলেও, হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালান। সহযাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করুন। গতি নিয়ন্ত্রণ রাখুন, সর্তক থাকুন। ফিডার রোড থেকে মহাসড়কের উঠার সময় থেমে, ডানে বামে দেখে নিন। স্ত্রী সন্তানকে নিয়ে বেপরোয়া গতিতে মটর সাইকেল চালাবেন না। মটর সাইকেল চালানোর সময় মুঠো ফোন ব্যবহার করবেন না। ট্রাফিক আইন মেনে চলুন।