• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২০  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শনিবার (২৩ মে) টেলিফোনে তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রায় ১৫ মিনিটের ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভুটানের প্রধানমন্ত্রী এবং জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ইহসানুল করিম বলেন, এ সময় ভুটানের প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির খোঁজখবরও নেন এবং জানমালের ক্ষতিতে সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করার জন্য এবং আম্পানে ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান।

প্রেসসচিব বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনা ভাইরাস পরিস্থিতও স্থান পায়।