• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

শেখ হাসিনার কারণেই কৃষি বিপ্লব ঘটেছে

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

নীলফামারীর ডিসি বেগম নাজিয়া শিরিন বলেছেন, কৃষিতে সরকারের সফলতা অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই কৃষিতে আজ বিপ্লব ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নীলফামারী জেলা ইউনিটের এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি আরো বলেন, ভর্তুকি দিয়ে হলেও সরকার কৃষকদের মাঝে সার সরবরাহ করেছে। দেশে এখন আর কোন সারের সমস্যা নেই।

জেলা শহরের পুরাতন স্টেশন সড়কের গাছবাড়িতে অবস্থিত বিএফএ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে এসপি মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের নীলফামারীর উপ-পরিচালক আবুল কাশেম আযাদ বক্তব্য দেন।

বিএফএ জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক তাপস কুমার।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিসি (রাজস্ব) শাহিনুর আলম, অতিরিক্ত ডিসি (সার্বিক) আজাহারুল ইসলাম, সদরের ইউএনও মামুন ভুইয়া, অতিরিক্ত এসপি আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অশোক কুমার পাল, রুহুল আমিন।