• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

শেখ হাসিনার সরকারের বিকল্প নাই: সৈয়দপুরে সমাজকল্যাণমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

সৈয়দপুরে এসে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু করেছেন তা ধরে রাখতে তার বিকল্প নাই। বাংলাদেশে শেখ হাসিনার সরকার আজীবন দরকার। 

শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে ২৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সৈয়দপুর শহরের সুলতাননগরে হাসাপাতালটি নির্মিত হচ্ছে। দেড় একর জমির ওপর নির্মাণ হতে যাচ্ছে হাসপাতালটি।

প্রধান অতিথির ভাষণে মন্ত্রী বলেন, আমি রংপুর অঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রী আমাকে কৃপা করে মন্ত্রী বানিয়েছেন। কাজেই আমি সরকারের সব উন্নয়ন কর্মসূচি সুচারুরূপে পালন করতে চাই। পাশাপাশি অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু আহমেদ মুর্তজার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণ দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, পদ্মাসেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঢাকার সভাপতি প্রফেসর এ. কে আজাদ খান, সাবেক সাংসদ শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির কার্যকরী সদস্য মহসিনুল হক।

সৈয়দপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ আধুনিক হাসপাতালটি গড়ে তোলা হচ্ছে। ১৯৯৪ সালে বিশিষ্ট ব্যবসায়ী সুলতান প্রামাণিক সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে এক একর জমি দান করেন। পরে সমিতির উদ্যোগে আরও ৫৭ শতক জমি ক্রয় করা হয়।