• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শ্রমিকলীগের ১২তম সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৯  

শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে শ্রমিকলীগের ১২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিকলীগের সম্মেলন মঞ্চে এসে পৌঁছান জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা। এটি সম্মেলনের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ এবং সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।   

সম্মেলন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরি ছাড়াও সম্মেলনস্থল ও আশপাশের সড়কগুলোকে বর্ণাঢ্য সাজে সাজিয়ে তোলা হয়েছে। এতে আওয়ামী লীগ ও শ্রমিকলীগের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে।

কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশে সংগঠনটির ৪৫টি সাংগঠনিক জেলা থেকে সকাল ৭ টার পর থেকে বৃষ্টি উপেক্ষা করে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন শ্রমিকলীগের প্রায় ১৬ হাজার কাউন্সিলর ও ডেলিগেটরা