• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সনাতন ধর্ম সভা ও অষ্টকালীন লীলা কীর্ত্তন ডিমলায় অনুষ্ঠিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

২ দিন ব্যাপী উত্থানৈকাদর্শী উপলক্ষ্যে সনাতন ধর্ম সভা ও অষ্টকালীন লীলা কীর্ত্তন-২০১৮ নীলফামারীর ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নের অর্ন্তগত সাতজান রথবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত হয়। ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠান শুরু হয়। 

গত রোববার সন্ধ্যা ৮ টায় সাতজান সনাতনী ঐক্য পরিষদের আয়োজনে অবঃ শিক্ষক বাবু জিতেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে উদ্যোক্তা নাউতারা ইউনিয়ন পরিষদের বাবু রনজিৎ কুমার রায়ে পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ৬নং নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন।

বৈদিক শাস্ত্র আলোচক সৎসংঘ বাংলাদেশের শ্রী রায়ন চক্রবর্তী শুভ (উলিপুর, কুড়িগ্রাম) প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা পেশ করেন। বিশেষ আলোচক নাউতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. নুরুল হক, কাব্যর্তীথ্য (সম্মান) স্মৃতি সিদ্দার্থবিদ (কলকাতা), জলঢাকা-নীলফামারীর শ্রী শ্যামল কৃষ্ণ ব্যানার্জী। এছাড়াও আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন- কাষ্টম অফিসার-ঢাকা-বাবু অজয় রায়, ইউ.পি সদস্য -খায়রুল ইসলাম, ভৃগুরাম চক্রবর্তী (প্রভাষক) তিস্তা ডিগ্রী কলেজ, ডিমলা, সরকার দিলীপ কুমার রায় (দলিল লেখক সমিতির অন্যতম সদস্য) প্রমুখ।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপজেলা হিন্দু,বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শিক্ষক প্রতিকূল চন্দ্র রায় পলক। সভায় বক্তাগণ সনাতন ধর্মালম্বীরা ধীরে ধীরে অস্তিত্ত্বের সংকট, বর্ণ বৈষম্য দূরীকরণ, যৌতুক প্রথা উচ্ছেদ, অপশাস্তিতে, বাল্য বিবাহ প্রতিরোধ, শাস্ত্রের অপব্যাখ্যা সহ বিভিন্ন দিক উল্লেখ করেন এবং বক্তরা উপস্থিত সকল ভক্তদের শান্তি কামনা পাশাপাশি সমগ্রহ দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।