• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সব মার্কিন ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়: হিজবুল্লাহ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

 

মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের যত সামরিক ঘাঁটি আছে তার প্রত্যেকটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে জানিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যুক্তরাষ্ট্রকে সেই বার্তাই দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় বালবেক শহরে হিজবুল্লাহ সমর্থকদের উদ্দেশে দেয়া ৯০ মিনিটের এক বক্তব্যে একথা বলেন হাসান নাসরুল্লাহ। মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করে তিনি বলেন, এই হামলার মাধ্যমে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকেও বার্তা দেয়া হয়েছে। 
 
হাসান নাসরুল্লাহ বলেন, আইন আল-আসাদে ইরানের হামলা মার্কিনিদের মুখে একটি চপেটাঘাত মাত্র। এই হামলা জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধের প্রথম পদক্ষেপ যা চূড়ান্তভাবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিনিদের অবসান ঘটাবে।

নাসরুল্লাহ আরো বলেন, জেনারেল কাসেম সোলাইমানির নিহতের মাধ্যমে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের চেহারা সবার কাছে উন্মোচিত হয়েছে। জেনারেল সোলাইমানির হত্যা অবশ্যই এ অঞ্চল থেকে মার্কিন সেনা সম্পূর্ণভাবে বহিষ্কারের পথে আমাদেরকে এগিয়ে নেবে।

হিজবুল্লাহর প্রতি ইরানের কমান্ডারদের আন্তরিক সমর্থনের প্রশংসা করে হাসান নাসরুল্লাহ বলেন, ইরানি সেনাদের সমর্থন পেলে হিজবুল্লাহ আরো শক্তিশালী হয়ে উঠবে। সোলাইমানি ব্যক্তিগতভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। তিনি যদি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই না করতেন তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে উগ্র সন্ত্রাসীদের কবলে পড়তে হতো।