• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

‘সরকার পরিস্থিতি সামলাতে প্রস্তুত ছিলো বলেই করোনা নিয়ন্ত্রণে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

আগেই বাংলাদেশ সরকার পরিস্থিতি সামলাতে প্রস্তুতি নিয়ে রেখেছিলো তাই করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। 

তিনি বলেন- দেশের কোন মানুষ যেন খাদ্য সংকটে না ভোগে সে জন্য পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে। গৃহহীনদের ঘর তৈরি করে দিচ্ছে সরকার। 

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের দুর্যোগসহনীয় বাসগৃহের চাবি হস্তান্তর এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান।

দুর্যোগসহনীয় ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুবিধাভোগীরা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মত গরীবদের জন্য পাকা ঘর করে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ঝড়ের সময় ঘর দিয়ে বৃষ্টির পানি পড়তো। অনেক কষ্টে ছিলাম আমরা। এখন আর আমাদের কষ্ট করতে হবেনা। কখনো ভাবিনি পাকা ঘরে থাকতে পারবো। এখন অন্তত শান্তিতে ঘুমাতে পারবো।

সহকারী কমিশানার (ভুমি) আয়েশা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, আপন মিয়া, শফিকুল ইসলাম, ফারুক পাঠান, শহীদ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, চা শ্রমিক নেতা রবীন্দ্র গৌড় প্রমুখ।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৪ লাখ টাকা ব্যয়ে ১৮টি পরিবারকে দুর্যোগসহনীয় ঘর তৈরি করে দেয়া হয়। এছাড়া ৫টি চা বাগানের ৫ হাজার ৫৪৬ জন চা শ্রমিকের পরিবারকে ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।