• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘সর্বকালের সেরা ফুটবলার মেসি’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে দাবি করেছেন সাবেক বার্সেলোনা অধিনায়ক কার্লেস পুয়োল। ক্লাব ফুটবলে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করে পেলেকে ছাড়িয়ে যাওয়ার পর মেসি সম্পর্কে এমনটি জানিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা।

গোলডকম’কে দেওয়া এক সাক্ষাৎকারে পুয়োল বলেন, “আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মাইকেল জর্ডান কে? উত্তরে আমি বলবো বাস্কেটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। আমার মনে হয় মেসির ক্ষেত্রে একই রকম ব্যাপার। সে সর্বকালের সেরা ফুটবলার। তবে রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য মেসিকে সেরা বলাটা কঠিন হয়ে যাবে।”

২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত বার্সায় মেসির সঙ্গে খেলেছেন পুয়োল। এ বিষয়ে তিনি বলেন, “তার (মেসি) সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। দুজন একসঙ্গে যেভাবে খেলেছি, তা নিয়ে আমি গর্বিত।”

ভায়োদলিদের বিপক্ষে ম্যাচে গোল করে ক্লাব ফুটবলে এক ক্লাবের হয়ে ৬৪৪ গোলের রেকর্ড করেন মেসি, ছাড়িয়ে যান ব্রাজিলীয় ক্লাব সান্তোসের হয়ে পেলের করা ৬৪৩ গোলের রেকডর্কে।

১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। অন্যদিকে মেসি তার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন বার্সাতেই। ২০০৫ সালে বার্সার হয়ে প্রথম গোলটি করেছিলেন মেসি। এরপর বাকিটা তো ইতিহাসই!