• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সাংবাদিক আব্দুস সাত্তার মারা গেছেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

গাইবান্ধার সাঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস সাত্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় চার মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সাংবাদিক এস এম সাত্তার। তিনি জানান, বাদ জোহর আব্দুস সাত্তারের জানাজা শেষে উপজেলার বোনারপাড়া ইউপিরপূর্ব বাটি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সাংবাদিক আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, সাঘাটা উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম, মনিরুজ্জামান বুলেন, সভাপতি আনিছুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ মাজু, আবু সাঈদ মন্ডল, জয়নুল আবেদীন, আবু তাহের, জাকিরুল ইসলাম প্রমুখ।