• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অটো খাদেঃ মাদরাসা শিক্ষিকা নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

ঠাকুরগাঁওয়ে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অটোরিকশা খাদে পড়ে এক মাদরাসা শিক্ষিকা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের বলদিয়া পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহানাজ বেগম মলি রুহিয়া উপজেলার ঘনিমহেশপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। তিনি রুহিয়া উম্মুল মুমেনীন হযরত খাদিজাতুল কোবরা (রহ) বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা ছিলেন।

সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা জানান, সকালে অটোরিকশায় শাহানাজসহ পাঁচ শিক্ষক রুহিয়া উপজেলায় যাচ্ছিলেন। বলদিয়া পুকুর এলাকায় পৌঁছালে, এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তারা আহত হন। স্থানীয়রা তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর অবস্থায় শাহানাজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।