• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সাইবার প্রতিরক্ষার নতুন দুইশত পণ্য উৎপাদন করেছে ইরান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

ইরানের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান গোলাম রেজা জালালি জানিয়েছেন, তার দেশের অভ্যন্তরে সাইবার প্রতিরক্ষার নতুন প্রায় দুইশত পণ্য উৎপাদন করা হয়েছে।

জালালি, ইরানের বড় বড় বৈজ্ঞানিক অগ্রগতিসমূহ উল্লেখ করে জানান, ইরান তার প্রয়োজনীয় সাইবার প্রতিরক্ষা পণ্যসমূহ তৈরি করছে তার দেশের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর মাধ্যমে। 

সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ও বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর মধ্যকার গঠনমূলক মিথস্ক্রিয়ার কথা উল্লেখ করেন ইরানি এই কর্মকর্তা। তিনি বলেন, ইরান এখন কিছু প্রযুক্তিগত হুমকি মোকাবেলা করছে এবং এসব হুমকি ন্যানোপ্রযুক্তি ও জৈবপ্রযুক্তিসহ অত্যাধুনিক বিজ্ঞান সংশ্লিষ্ট। ইরানের বৈজ্ঞানিক ও গবেষণা সক্ষমতার মাধ্যমে সাইবার জগত ও অন্যান্য ক্ষেত্রে এই ধরনের হুমকি প্রতিহত করার কথা জানান তিনি।

জালালি বলেন, এই ক্ষেত্রে দেশের সিভিল ডিফেন্স অর্গানাইজেশন কর্তৃক গৃহীত কিছু পলিসি বাস্তবায়ন করা হয়েছে। সৌভাগ্যক্রমে আমরা গুরুতর সাইবার প্রতিরক্ষার নতুন প্রায় দুইশো পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছি।

সূত্র: তেহরান টাইমস।