• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সাইবেরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

বিশ্বের সবচেয়ে শীতল অঞ্চল রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত এগারোজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে অঞ্চলটির প্রিচুলিমস্কি গ্রামের একটি একতলা কাঠের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে নিহতদের দশজনই প্রতিবেশি দেশ উজবেকিস্তানের নাগরিক বলে নিশ্চিত করেছে রুশ জরুরি অবস্থা মন্ত্রণালয়। মূলত অগ্নিকাণ্ডের কারণে বাড়িটির ছাদ ধসে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে তারা জানায়।

প্রত্যন্ত অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় দমকল বাহিনীর পৌঁছাতে বেশ সময় লেগে গিয়েছিলো। তারা যখন ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে পুরো বাড়িটাই পুড়ে গিয়েছিলো বলে জানিয়েছে স্থানীয়রা।

তবে বাড়িটির দু’জন বাসিন্দা নিজেদের প্রাণরক্ষা করতে সমর্থ হয়। তাদেরকে বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে। বাড়িটিতে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।