• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সাকিবের নেতৃত্বেই বিশ্বকাপের ফাইনাল খেলবো: মাশরাফী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯  

আইসিসির আইন লঙ্ঘন করায় দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে অভিযোগ স্বীকার করে তদন্তে সহযোগিতা করায় নিষেধাজ্ঞা কমে হয়েছে এক বছর। এমন পরিস্থিতিতে ১৩ বছরের সহযোদ্ধার জন্য কিছু বিনিদ্র রাত কাটানোর কথা জানিয়ে মাশরাফী আশা দেখছেন, সাকিবই বাংলাদেশ দলকে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে নেবেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

ওই পোস্টে তিনি লেখেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’

এ নিয়ে তিনবার জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও সাকিব আইসিসির দুর্নীতি দমন ইউনিটে তা জানাননি। এতে দীর্ঘ সময় ধরে চলা তদন্তে দোষী প্রমাণিত হন তিনি।