• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সাতক্ষীরায় অজ্ঞান পার্টির বিষ মেশানো খাবার খেয়ে শিক্ষকের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

সাতক্ষীরা সদরে অজ্ঞান পার্টির বিষ মেশানো খাবার খেয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ওই উপজেলার বাবুলিয়ার শ্রীপুরে এ ঘটনা ঘটে। নিহত আশুতোষ সাধু একই গ্রামের বিষন্নপদ সাধুর ছেলে।

আশুতোষের স্ত্রী ঝর্না সাধু জানান, ১৫ ফেব্রুয়ারি রাতে অজ্ঞান পার্টির সদস্যরা বাড়িতে ঢুকে সবাইর খাবারে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে আশুতোষ ও তার স্ত্রী-মেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর অজ্ঞান পার্টির সদস্যরা বাড়িতে ঢুকে মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।

তিনি আরো জানান, লুটপাটে বাধা দেয়ার সময় আশুতোষ সাধুর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। একপর্যায়ে তারা সবাই অচেতন হয়ে পড়ে। প্রতিবেশীরা তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা আরো খারাপ হলে আশুতোষ সাধুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ওই শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।