• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

`সারা দেশে আরও এক হাজার স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সারা দেশে আরও এক হাজার স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। 

গত বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও জঙ্গিবাদের কবল থেকে দূরে থাকতে সহায়ক ভূমিকা রাখে। তাই যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে খেলার পৃষ্ঠপোষক স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ বক্তৃতা করেন।

এসময় টাঙ্গাইল-৩ এর সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৫ এর সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।