• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সাড়ে ছয়শ ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

লালমনিরহাট সদরের তিস্তা টোল প্লাজায় এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। এ সময় ৬৪০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক উমর ফারুক কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার মো. আবদুল হালিমের ছেলে। মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, সদর থানার মোবাইল টিম ও হাইওয়ে পুলিশের টহল টিম তিস্তা টোল প্লাজায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। ওই সময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী পিকআপটি থামানো হয়।

ওসি মাহফুজ আরো বলেন, ওই পিকআপে ছিলেন উমর ফারুক। তল্লাশি করতে চাইলে তিনি মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি বলে পরিচয় দেন। তার কথাবার্তায় সন্দেহ হলে তল্লাশি করে অণ্ডকোষের সঙ্গে বাঁধা তিনটি পোটলায় ৬৪০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি ক্যামেরা, একটি ট্যাব, মোহনা টেলিভিশনের লোগো ও আইডি কার্ড পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোহনা টেলিভিশনের ইন্টারন্যাশনাল ডেস্ক ইনচার্জ শহিদুল ইসলাম ইমরান বলেন, উমর ফারুক বছর পাঁচেক আগে মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি ছিলেন। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু তিনি মোহনা টেলিভিশনের লোগো ফেরত দেননি। তবে আটক উমর ফারুক আমাদের সাবেক প্রতিনিধি নন। নাম ও জেলার নামে মিল থাকায় তিনি সুযোগের সদ্ব্যবহার করেছেন।