• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সিঙ্গাপুরে ফারুকের অবস্থার কিছুটা উন্নতি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১  

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

এ তথ্য জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। সোমবার রাতে তিনি বলেন, ফারুকের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি সাড়া দিচ্ছেন। তবে সুস্থতার মাত্রার গতি খুবই ধীর। অবস্থার কতটা উন্নতি হয়েছে, তা বলা যাবে আরো এক সপ্তাহ পরে। চিকিৎসকরা আশাবাদী। সবাই তার জন্য দোয়া করবেন।

গত বছরের অক্টোবরের শেষের দিকে সিঙ্গাপুর থেকে নিয়মিত চিকিৎসা শেষে দেশে ফেরেন ফারুক। তার পর থেকে তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, কিছু শারীরিক জটিলতা থাকায় এই অভিনেতার অসুস্থতা বাড়তে পারে। সে জন্য তিন মাস পরপর রুটিন চেকআপ করাতে হয় তাকে। নিয়মিত চিকিৎসার জন্য মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক।

সেখানে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকেই শারীরিক অসুস্থতা বাড়তে থাকে। রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় গত ২১ মার্চ থেকে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।