• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সিরিয়ায় বিমান হামলার ঘটনায় ৪০ জন নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ নেতৃত্বাধীন বিমান হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় বাসিন্দা ও উদ্ধার কর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

খবরে বলা হয়, মঙ্গলবার চালানো ওই হামলায় সিরীয় বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় কাফার তাল গ্রামে ছয় শিশুসহ একই পরিবারের আটজন নিহত হয়েছেন। ইদলিব প্রদেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় মারদাবেশ এলাকায় আরো নয় বেসামরিক নিহত হয়েছেন।

গত ডিসেম্বরে ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরীয় বাহিনী। সেখানে রাশিয়া ও সিরীয় সরকারের বিমান হামলায় কমপক্ষে ২২ বেসামরিক নিহত হয়েছে। সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছে মস্কো।

প্রায় নয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহী অধিকৃত অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করেছে আসাদ সরকার। শুধু উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব এখনো বিদ্রোহীদের দখলে রয়ে গেছে। ইদলিব অঞ্চলের অন্তত তিন লাখ ৫০ হাজার বেসামরিক বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পালিয়ে বেড়াচ্ছে ও সেখানে মানবিক সঙ্কট আরো ঘনিভূত হয়েছে বলে চলতি সপ্তাহে জানিয়েছে জাতিসংঘ।