• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সুদানে ভয়াবহ বন্যায় ৬২ জনের প্রাণহানি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯  

আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যায় অন্তত ৬২ জন মারা গেছেন।

বিবিসি জানায়, গত জুলাই থেকেই সুদানে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে দেশটির ১৫টি রাজ্যের দুই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুদানের এ বন্যায় বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ।

দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাস পেরিয়ে আগামী মাসসহ অক্টোবর মাস জুড়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটি।