• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

সেনাবাহিনীতে চাকুরী র‌্যাবে হাতে প্রতারক আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

সেনাবাহিনীর সৈনিকপদে সরাসরি চাকুরী পাইয়ে দেয়ার নামে নীলফামারীতে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের কবলে পড়ে অনেক বেকার যুবকের পরিবারের নিকট থেকে  লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্রটি। ভুক্তভোগীর নিকট অভিযোগ পেয়ে র‌্যাব-১৩ তথ্য প্রমানে অভিযান চালিয়ে ওই চক্রের এক প্রতারক আব্দুল মজিদ(৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৩ এর অভিযানিক দল। গত বুধবার  রাতে (২৯ জানুয়ারী/২০২০) নীলফামারীর জলঢাকা উপজেলার বাসনা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত. আনসার আলীর ছেলে। 
র‌্যাব-১৩ রংপুরের তথ্য কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, প্রতারণার এই কাজে জড়িত আরেকজন নীলফামারীর কিশোরীগঞ্জের উচাবদি এলাকার মৃত. ইসমাইল হোসেনের ছেলেকে খুঁজছি আমরা।তিনি বলেন, গ্রেফতারকৃত মজিদ স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে ভর্তিচ্ছুক ব্যক্তিদেরকে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে প্রতারণা করে অর্থ আতœসাৎ করে আসছিলো। আটক মজিদকে  নীলফামারীর জলঢাকা থানায় হস্তান্তর করে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার মোস্তাফিজুর রহমান জানান, আটক মজিদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।