• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফের শীর্ষ সন্ত্রাসী নিহত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

রাঙামাটির বাঘাইছরিতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) শীর্ষ এক নেতা নিহত হয়েছেন।

নিহত সুমন চাকমা ওরফে লাকির বাবা (৪০) ইউপিডিএফের শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে দাবি পুলিশের। সুমন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার প্রধান আসামি ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে দোপাতা নামক এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারে সেনাবাহিনীর সদস্যরা অভিযানয়ে যায়। এসময় সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে সুমন চাকমা নিহত হয়।

নিহত সুমন চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। অভিযান চলাকালে একাধিক সন্ত্রাসী আহত হয়েছে। 

বর্তমানে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে আইএসপিআরের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাঙ্গামাটির ভারপ্রাপ্ত এসপি মো. শফিউল্লাহর জানান, নিহতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।