• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নতুন তফসিল ঘোষণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১  

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ওই ওয়ার্ডের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করায় নতুন করে এই তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কশিনারের আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান।

ঘোষিত তফসিল অনুযায়ী ওই ওয়ার্ডে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা ১৪ ফেব্রুয়ারি।

এতে বলা হয়, পৌরসভার ওই ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে (ইলেকট্রিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ করা হবে। ওই ওয়ার্ডের সাধারণ আসনে কাউন্সিলর পদে ইতিপূর্বে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে সাব্যস্ত হয়ে থাকলে এবং তিনি প্রার্থীতা প্রত্যাহার না করে থাকলে তাকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের ভোট গ্রহণ করা হবে ১৪ ফেব্রুয়ারি।