• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুর বিমানবন্দর সড়কে ৭ বীরশ্রেষ্ঠদের নামে চত্বর উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০  

যাদের অকুতভয় যুদ্ধে কারণে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি সেই সাত বীরশ্রেষ্ঠদের নামে নীলফামারীর সৈয়দপুর বিমাবন্দর সড়কে স্থাপন করা হলো বীরশ্রেষ্ঠ চত্বর।

সোমবার(১২ অক্টোবর/২০২০) বিকাল ৪টায় এটির আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন  সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। 
এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর প্যানেল মেয়র-২ শাহিন আক্তার শাহিন, প্যানেল মেয়র-৩ জাহানারা পারভীন, কাউন্সিলর আল মামুন সরকার, গোলাম মোস্তফা, সৈয়দ মঞ্জুর ইলাহী, মহিলা কাউন্সিলর মিনারা বেগম, সাবিহা সুলতানা ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গসহ সাংবাদিকগণ। 
উদ্বোধনকালে পৌরসভার মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের ইতিহাস। এ ইতিহাস তৈরিতে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন শহীদ মুক্তিযোদ্ধারা। এই মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা সম্মুখ সমরে অংশগ্রহণ করে বীরত্বের প্রমাণ রেখেছেন। এমন ৭ তারা হলেন বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ, মতিউর রহমান, মহিউদ্দিন জাহাঙ্গীর, মুন্সি আব্দুর রউফ, মোস্তফা কামাল, মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ হামিদুর রহমান। সেই বীরদের স্মৃতিকে ধরে রাখতে এবং আগামী প্রজন্মের কাছে তাদের বীরত্বের ইতিহাস তুলে ধরতে “বীরশ্রেষ্ঠ চত্বর” স্থাপন করা হয় পৌর পরিষদের পক্ষ থেকে। তিনি বলেন, এভাবে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে।

এ ক্ষেত্রে তিনি সংবাদকর্মীসহ পৌরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।