• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সৈয়দপুরে আবাসিক হোটেল সিলগালা: দুইজনের জেল জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

অনৈতিক কাজের অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুইজনের জেল জরিমানা ও আবাসিক হোটেলকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এরমধ্যে ছেলের একমাস কারাদন্ড এবং মেয়ের দুই হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার এই আদালত পরিচালনা করেন। 

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, অনৈতিক কাজের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসটার্মিনাল এলাকায় অবস্থিত ফাইভ স্টার হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ি এলাকার সোহেল রানা (২০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাবকী এলাকার সুমি আক্তারকে (২১) আটক করা হয়। তারা হোটেল ম্যানেজারের কাছে এক হাজার টাকায় রুম ভাড়া নিয়ে অনৈতিক কাজের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোহেল রানাকে একমাস কারাদন্ড ও সুমি আক্তারের দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, দন্ডপ্রাপ্ত সোহেল রমজান আলীর ছেলে এবং সুমি জুয়েল হোসেনের স্ত্রী। এ ঘটনায় হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।