• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফ’র চাল উদ্ধার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩ জুন ২০১৯  

নীলফামারীর সৈয়দপুরে সংরক্ষিত আসনের ইউপি সদস্য রশিদা বেগমের বাড়ি থেকে ১৭ বস্তা (৫১০ কেজি ) ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। রবিবার (২ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়ার নেতৃত্বে ওই চাল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য উপজেলার বাঙালিপুর ইউনিয়নে চাল বিতরণ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য রশিদা বেগম সেই চাল আত্মসাৎ করেন। খবর পেয়ে উপজেলার লক্ষ্মণপুর গ্রামের নিজ বাড়ি তল্লাশি ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইউএনও গোলাম কিবরিয়া বলেন, ওই ইউপি সদস্য পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হচ্ছে।